PHP কি?

PHP হচ্ছে একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ভাষা, যা তৈরী করেন রাসমাস লারডোর্ফ ১৯৯৪ সালে। এটি প্রাথমিক ভাবে মূলত তৈরী করা হয় ওয়েব ডেভেলপমেন্টের কাজের জন্য। বর্তমানে এটিকে জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ও বলা হয়। অর্থাৎ, অন্যান্য প্রোগ্রামিং ভাষা দিয়ে যা যা করা যায়, PHP দিয়েও মোটামুটি তার সবই করা যায়। তবে মূলত, ওয়েব ডেভেলপমেন্টের কাজেই এটি সর্বাধিক ব্যবহৃত হয়। PHP খুবই জনপ্রিয় একটি ভাষা, w3techs এর তথ্য অনুযায়ী পৃথিবীতে যত ওয়েব সাইট আছে তার শতকরা ৮২ ভাগই সার্ভার সাইড স্ক্রিপ্টিংয়ে PHP ব্যবহার করে। PHP শিখতে হলে
প্রোগ্রামিংয়ের জগতে একেবারেই নতুন হলে PHP দিয়ে প্রোগ্রামিং শুরু করাটা একটু কঠিন মনে হতে পারে। তবে, চেষ্টা আর আগ্রহ থাকলে সম্ভব। ইন্টারনেটে খুঁজলে PHP এর অনেক গুলো টিউটোরিয়াল পাওয়া যাবে। এখানে কিছু লিস্ট আকারে দিলাম।
http://devzone.zend.com/6/php-101-php-for-the-absolute-beg…/
http://www.webmonkey.com/2010/02/php_tutorial_for_beginners/
http://www.phptherightway.com/
টাটসপ্লাস ওয়েবসাইটে এর উপরে বিস্তারিত একটি গাইডলাইন দেওয়া আছে। এটা অনুসরন করলেই ভালোভাবে PHP শেখা যাবে বলে আমি মনে করি। এখানে বেশ কিছু ওয়েবসাইট, অনলাইন কোর্স ও বইয়ের নাম লেখা আছে (সবগুলো ফ্রি নয়)।
কোরা তে এই সংক্রান্ত চমৎকার একটি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। এটি ও অনুসরন করা যেতে পারে।
পরামর্শ
পিএইচপি ব্যবহার করে ওয়েব ডেভেলপমেন্ট করতে চাইলে প্রথমে ওয়েব সংক্রান্ত প্রাথমিক ধারনা অর্জন করতে হবে। সেক্ষেত্রে দ্বিমিক কম্পিউটিং স্কুলের ওয়েব কনসেপ্টস কোর্স টি অনুসরন করা যেতে পারে (বাংলায় এবং ফ্রি)। আর সেই সাথে HTML জানলে ভালো। সবশেষে বলবো, কম্পিউটার প্রোগ্রামিং শিখতে হলে মেধাবী হওয়াটা জরুরী না (মেধাবী হলে সেটা অবশ্যই ভালো)। প্রোগ্রামিং শিখতে হলে চিন্তাশীল হতে হবে এবং স্ব-শিক্ষিত হতে হবে। অর্থাৎ, নিজে নিজে কষ্ট করে শেখার মানসিকতা থাকতে হবে।

Popular posts from this blog

সি প্রোগ্রামিং – লেকচার ২: এক্সপ্রেশন, ভেরিয়েবল ও এর নামকরণ এবং রিজার্ভ ওয়ার্ড

আসুন জানি ডেসিমেল এবং বাইনারী সংখ্যা পদ্ধতি সম্পর্কে